ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে তৎপর পুলিশ
সিলেটের কদমতলি বাসস্ট্যান্ড থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন এক যাত্রী/ ছবি : ঢাকা পোস্ট
ঈদ যাত্রায় সাধারণ যাত্রীদের জিম্মি করে বিভিন্ন পরিবহন যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে জন্য তৎপর রয়েছে পুলিশ। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থাও।
রোববার (১৮ জুলাই) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা জানান, ঈদকে সামনে রেখে কোনো পরিবহন যেন যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া না নিতে পারে সে বিষয়ে কঠোর নজরদারি করছে পুলিশ। কোনো যাত্রী এ সংক্রান্ত অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
মো. সোহেল রানা বলেন, শুক্রবার (১৬ জুলাই) এক যাত্রী বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সে জানান, তিনি সিলেট কদমতলি বাসস্ট্যান্ড থেকে পাবনা এক্সপ্রেসের একটি বাসের যাত্রী ছিলেন। তিনি দাবি করেন, সরকার নির্ধারিত বর্ধিত ভাড়ার চেয়েও তার কাছ থেকে তিনগুণ বেশি ভাড়া আদায় করা হয়েছে। তার এই বার্তা গ্রহণ করে বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং বিষয়টি সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে পাঠায়। এ বিষয়ে আইজিপির সুস্পষ্ট নির্দেশনা রয়েছে উল্লেখ করে আইনি ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করে।
তিনি বলেন, এই অভিযোগের ভিত্তিতে কদমতলি বাসস্ট্যান্ডে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শনিবার (১৭ জুলাই) অভিযান পরিচালনা করা হয়। উপস্থিত যাত্রীদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যায় যে, বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে না।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এ ঘটনার পর থেকে নগরীর বিভিন্ন বাসস্ট্যান্ডসহ সংশ্লিষ্ট এলাকায় পুলিশ জোরালো প্রচারণা চালাচ্ছে। প্রচারণায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। সরকার নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এমএসি/এসকেডি