পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভা

পরিস্থিতি স্বাভাবিক হলে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক স্বরচিত লেখনী ও কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান।

সোমবার (১১ জানুয়ারি) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সভায় তিনি এ তথ্য জানান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনে নেওয়া বিভিন্ন কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।  

সভাপতির বক্তব্য পরিবেশ সচিব বলেন, করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক স্বরচিত লেখনী ও কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হবে। এছাড়া বন ও পরিবেশ উন্নয়নে বঙ্গবন্ধুর নির্দেশনা ও গৃহীত পদক্ষেপগুলোর উপর স্মারক সংকলন প্রকাশ করা হবে।

এ সময় কোভিড-১৯ পরিস্থিতির কারণে স্থগিত কর্মসূচিগুলো সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে শেষ করতে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও এর অধীন সংস্থা প্রধানদের নির্দেশ দেন জিয়াউল হাসান। 

তিনি বলেন, অফিস আদালতসহ সমগ্র দেশের সার্বিক পরিবেশ উন্নয়নে কাজ করেই আমরা জাতির পিতাকে স্মরণ করবো।

সভায় অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. মো. বিল্লাল হোসেন, অতিরিক্ত সচিব (পরিবেশ) মাহমুদ হাসান, অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) মো. মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মিজানুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড এ কে এম রফিক আহাম্মদ, বন শিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. ছালাহ উদ্দীন চৌধুরী, বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরী, বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামের পরিচালক পরিমল সিংহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের সময় এক বছর বাড়িয়ে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। গত ১৪ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে সরকার ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত সময়কালকে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করে। মুজিববর্ষ উদযাপনের লক্ষ্যে গৃহীত কর্মসূচিসমূহ কোভিড-১৯ বৈশ্বিক মহামারির কারণে নির্ধারিত সময়ে যথাযথভাবে পালন করা সম্ভব হয়নি। এ কারণে সরকার মুজিববর্ষের সময়কাল ২০২১ সালের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ালো।

এসএইচআর/এমএইচএস