‘র‍্যাব সেবা সপ্তাহ’ অনুষ্ঠানে পুরস্কার বিতরণ

মোছা. দিলরুবা আক্তার দুনিয়া। তিন ভাই-বোনের মধ্যে সবার বড়। চলতি বছর এসএসসি পাস করে ভর্তি হয়েছেন রাজধানীর একটি কলেজে। বাবা কাজী মো. দেলোয়ার হোসেন একজন গাড়িচালক। রাজধানীর ভাটারায় একটি রুম ভাড়া করে থাকেন তারা। কিন্তু হার্টের অসুস্থতার কারণে অনেক দিন ধরে গাড়ি চালাতে পারছেন না দেলোয়ার। অভাবে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। এতে মেধাবী দিলরুবা ও তার ভাইবোনের পড়ালেখা বন্ধের পথে।

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে কুর্মিটোলা র‍্যাব সদরদফতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘র‍্যাব সেবা সপ্তাহ’ অনুষ্ঠানে পুরস্কার নিতে আসেন দিলরুবা।

দিলরুবার মা একজনের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। সেই বাড়ির মালিকই দিলরুবার পড়ালেখার খরচ বহন করে আসছেন।

দিলরুবার বাবা।

মেধাবী শিক্ষার্থী হিসেবে পুরস্কার দেওয়ার সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দরিদ্র এই শিক্ষার্থীর পরিবারের অসহায়ত্বের কথা জানতে পারেন। পরে বক্তব্যকালে দিলরুবার বাবার সুস্থতার জন্য ‘হার্টের রিং’ বসানোর খরচসহ সব দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। এতে আবেগে অশ্রুসিক্ত হন দিলরুবার পরিবারসহ অনুষ্ঠানে উপস্থিত সবাই।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, ওর বাবা (দিলরুবা) একজন গাড়িচালক। হার্টের অসুস্থতার জন্য এখন কিছুই করেন না। বর্তমানে তিনি বেকার। আমরা দিলরুবার বাবার ‘হার্টের রিং’ লাগানোর ব্যবস্থা করব।

তিনি বলেন, দেশে এখন কোটিপতির অভাব নেই। ইনকাম ট্যাক্সের ফাইল দেখলে বোঝা যায় দেশে কোটিপতির সংখ্যা অনেক। এছাড়া ইনকাম ট্যাক্সের বাইরে হাজার হাজার কোটিপতি রয়েছেন। তাদেরও সমাজে গরিব-অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। 

বর্তমানে পাঁচজনের পরিবার নিয়ে অনাহারে-অর্ধহারে দিন কাটছে। আইজিপি স্যারের এই ঘোষণা আমার জন্য অনেক কিছু, যা ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহ যদি সুস্থ করেন, তাহলে পরিবার নিয়ে আবারও সুখে থাকতে পারব।

দিলরুবার বাবা।

পুলিশ প্রধান আরও বলেন, ব্যবসা করে শুধু ধনী হলেই হবে না। আমাদের আশপাশের মানুষকে দেখতে হবে। যাতে করে আমরা সবাই মিলে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি।

হার্টে রিং লাগানোর বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে দিলরুবার বাবা দেলোয়ার হোসেন বলেন, আইজিপি স্যারের পক্ষ থেকে এই ধরনের ঘোষণা আমার জন্য অনেক কিছু, যা ভাষায় প্রকাশ করার মতো না। চিকিৎসার মাধ্যমে আল্লাহ যদি সুস্থ করে দেন, তাহলে পরিবার নিয়ে আবারও সুখে থাকতে পারব। বর্তমানে পাঁচজনের পরিবার নিয়ে অনাহারে-অর্ধহারে দিন কাটছে। 

তিনি বলেন, আমার তিন ছেলে-মেয়ের মধ্যে দিলরুবা সবার বড়। তার বোন লামিয়া আক্তার অষ্টম শ্রেণিতে এবং ভাই তৃতীয় শ্রেণিতে পড়ছে। সবাই খুব মেধাবী। 

তিনি আরও জানান, দিলরুবার মা একজনের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। সেই বাড়ির মালিকই দিলরুবার পড়ালেখার খরচ বহন করে আসছেন। কষ্টের মধ্যে সংসার চললেও সন্তানদের পড়াশোনা থেকে দূরে রাখতে চাননি বলে জানান দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি বলেন, আজ র‌্যাবের পক্ষ থেকে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হচ্ছে। বিশেষ করে অবহেলিত শিশুদের বই, শিক্ষাসামগ্রী এবং সহায়তা দেওয়া হচ্ছে। তাছাড়া অসহায় এসএসসি পরীক্ষার্থীদের প্রতিজন ১০ হাজার টাকা, জেএসসি পরীক্ষার্থীরা পাঁচ হাজার টাকা এবং প্রত্যেককে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা বই দুটি দেওয়া হচ্ছে। এছাড়া সুবিধাবঞ্চিত শিশুদের প্রত্যেককে তিন হাজার টাকা ও স্কুলব্যাগ দেওয়া হচ্ছে। প্রায় দুই হাজারের বেশি শিক্ষার্থী এ সহায়তা পাবেন।

গত বছরের ৮ এপ্রিল দেশের ৩০তম আইজিপি হিসেবে নিয়োগ পান বেনজীর আহমেদ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, করোনাভাইরাস মোকাবিলায় সেবা দেওয়া, জঙ্গি ও মাদক নির্মূলে প্রতিনিয়ত অভিযানসহ চালাচ্ছে পুলিশ বাহিনী।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীনতা। তার আহ্বানে দেশের সাড়ে সাত কোটি মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তিনি সব সময় দেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন। পাকিস্তানের কারাগারে থেকেও বাংলাদেশের স্বাধীনতার জন্য আপস করেননি। দেশের মানুষের জন্য সংগ্রাম করতে গিয়ে তাকে জীবন দিতে হয়েছে।

এদিকে, গত বছরের ৮ এপ্রিল দেশের ৩০তম আইজিপি হিসেবে নিয়োগ পান বেনজীর আহমেদ। তিনি তার প্রতিটি দায়িত্ব পালনকালে নতুন ভাবনা ও উদ্যোগের মাধ্যমে বাহিনীর উন্নয়ন, এর সদস্যদের পেশাদারি দক্ষতা বৃদ্ধি, জনগণের সঙ্গে সেতুবন্ধ রচনা করে দেশসেবায় ব্রতী হয়েছেন।

এখন জনমুখী পুলিশি সেবা চালু করতে থানা থেকে বের হয়ে পুলিশকে মানুষের দোরগোড়ায় নিতে একের পর এক সাহসী ও সময়োপযোগী নির্দেশনা দিয়ে যাচ্ছেন আইজিপি বেনজীর আহমেদ। এরই আলোকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, করোনাভাইরাস মোকাবিলায় মানুষের পাশে থেকে সেবা দেওয়া, জঙ্গি ও মাদক নির্মূলে প্রতিনিয়ত অভিযানসহ বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে পুলিশ বাহিনী।

জেইউ/এইচকে