লকডাউন শিথিল অবস্থায় সাধারণ মানুষকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করতে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলা শহর ও ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে প্রচারাভিযান পরিচালনা করেছে ইউএনডিপি। স্থানীয় প্রশাসনের সহায়তায় গত ১৬ জুলাই থেকে এ কার্যক্রম শুরু হয়। 

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ইউএনডিপি জানায়, এখনও কক্সবাজারে গড়ে প্রতিদিন প্রায় ১১ হাজার মানুষ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে। চলমান লকডাউন শিথিল হওয়ায় পরিস্থিতি আরও অবনতি হতে পারে। এ অবস্থায় জনগণকে বিনাপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়া, মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার উৎসাহ দিতেই এই প্রচারণার আয়োজন করা হয়েছে।

টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  নুরুল আলম বলেন, আমরা চাই জনগণকে সচেতন করতে। আশা করি এই প্রচারণার মাধ্যমে মানুষ সরকারি বিধিনিষেধের প্রতি আরও যত্নবান হবেন। প্রয়োজনের মুহূর্তে পাশে থাকার জন্য ইউএনডিপি ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলোকে তিনি ধন্যবাদ জানান। এ কাজে ইউএনডিপিকে কারিগরি সহায়তা প্রদান করছে প্রাক্টিক্যাল অ্যাকশন ও ব্র্যাক। 

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে ইউএনডিপি কক্সবাজারের উখিয়া ও টেকনাফ পৌরসভার সঙ্গে বিভিন্ন ইস্যুতে কাজ করছে। এর মধ্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প অন্যতম। 

প্রকল্প কর্মকর্তা ও বর্জ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মার্তা কুচারস্কি দোরান বলেন, আমাদের প্রত্যেকের ওপর এখন নিরাপত্তার দায়িত্ব এসে পড়েছে। এই দায় আমরা কেউই এড়াতে পারি না। ইউএনডিপি সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছে। জনগণের সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং টিকা বিষয়ক প্রচারণার জন্য স্থানীয় প্রশাসনকে আরও নানামুখী উদ্যোগ নিতে আহ্বান জানান তিনি।

এসকেডি