রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বুধবার (২১ জুলাই) সকাল ৮টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ মসজিদে পবিত্র ঈদুল আজহার প্রথম জামায়াতে অংশ নেন তিনি। রাজারবাগে এবার স্বাস্থ্যবিধি মেনে মোট তিনটি জামাত অনুষ্ঠিত হয়।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, সামাজিক সুরক্ষা বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত ঈদের জামাতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।

নামাজ শেষে করোনাভাইরাসের সংক্রমণ থেকে বিশ্ববাসী তথা বাংলাদেশের জনগণকে রক্ষার জন্য মহান আল্লাহর দয়া ও রহমত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। মোনাজাতে বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি, শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

জেইউ/এমএআর/