ফাইল ছবি

গত কয়েকদিন দেশজুড়ে শীতের দাপট কিছুটা কম থাকলেও আজ থেকে তা বাড়তে শুরু করবে। ইতোমধ্যেই পশ্চিমবঙ্গের হিমালয়ের বাতাসে দেশের উত্তরাঞ্চলের একাধিক স্থানের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে। এ পরিপ্রেক্ষিতে বুধবার (১৩ জানুয়ারি) থেকে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরাঞ্চল থেকে শুরু হয়ে শৈত্যপ্রবাহটি দক্ষিণে গিয়ে শেষ হবে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) আবহাওয়া অধিদফতরের আবহওয়াবিদ মো. আফতাব উদ্দিন ঢাকা পোস্টকে এ তথ্য জানান।

তিনি বলেন, ইতোমধ্যে দেশের কিছু কিছু এলাকার তাপমাত্রা কমতে শুরু করেছে। সময়ের সঙ্গে এ তাপমাত্রা আরও কমবে।

আফতাব উদ্দিন বলেন, সাধারণত ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নামলে, আমরা বলি থাকি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে রংপুরের বদলগাছীতে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানায়, আগামীকাল থেকে শুরু হওয়া সম্ভাব্য এ শৈত্যপ্রবাহ প্রায় সপ্তাহখানেক থাকতে পারে। কোনো কোনো এলাকার তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু হবে এ শৈত্যপ্রবাহ। শুরু দুই একদিন পর থেকে শৈত্যপ্রবাহের প্রভাব দক্ষিণে আঁচ করা যাবে।

গত ২৪ ঘণ্টায় সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঢাকার মাদারীপুরে ১৮ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামের টেকনাফে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, সিলেটের শ্রীমঙ্গলে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ১৫ দশমিক ১ ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস, রংপুরের তেঁতুলিয়ায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, খুলনার কুমারখালীতে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, বরিশালে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল উত্তর/উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কি.মি.। আর বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৭৩ শতাংশ।

সিনপটিক অবস্থার তথ্য তুলে ধরে আবহাওয়া অফিস জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশপাশে এলাকায় রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ প্রেক্ষিতে মধ্যরাত থেকে কোথাও কোথাও ঘন কুয়াশা পরবে।

একে/এমএইচএস