সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন অর্থমন্ত্রীর
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
রোববার (২৫ জুলাই) এক বার্তায় অর্থমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়, কর্মকর্তা, কোচসহ সংশ্লিষ্টদের প্রাণঢালা অভিনন্দন জানান।
বিজ্ঞাপন
অর্থমন্ত্রী বলেন, অপ্রত্যাশিত অভিঘাত কোভিড-১৯ এর ক্রান্তিকালে নানা দুঃসংবাদের মধ্যে বাংলাদেশ ক্রিকেট দলের ধারাবাহিক এ সাফল্য নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। অসাধারণ নৈপুণ্যে জিম্বাবুয়ের মাটিতে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী দিনগুলোতেও বাংলাদেশ ক্রিকেট দলের এই অসাধারণ নৈপুণ্য অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, হারারের স্পোর্টস ক্লাব মাঠে রোববার (২৫ জুলাই) জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ১৯৩ রান তাড়া করে রেকর্ড-গড়া জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও জিতল টাইগাররা।
বিজ্ঞাপন
এসআর/এসকেডি