পদ্মা সেতুতে ফেরির ধাক্কায় দায়ী মাস্টার ও সুকানি
পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে গত শুক্রবার (২৩ জুলাই) সকালে ধাক্কা দেওয়ার জন্য ফেরি শাহজালালের মাস্টার ও সুকানিকে দায়ী করেছে এ বিষয়ে তদন্তের জন্য গঠিত কমিটি।
তদন্ত কমিটি বলেছে, ফেরির মাস্টার ও সুকানির অদক্ষতা ও অসতর্কতায় এ দুর্ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
রোববার (২৫ জুলাই) তদন্ত কমিটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলামের কাছে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিআইডব্লিউটিসির সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা ঢাকা পোস্টকে নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
প্রসঙ্গত শুক্রবার (২৩ জুলাই) সকাল পৌনে ১০টায় মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে চলাচলের পথে রো রো ফেরি শাহজালাল পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের ধাক্কা দেয়। এতে ফেরির ২০ যাত্রী আহত হন।
পিএসডি/ওএফ