চট্টগ্রামের খুলশীতে পাহাড় ধস
চট্টগ্রামের খুলশীতে জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদরাসা পাহাড়ের একটি অংশ ধসে পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পাহাড়ের আশপাশে প্রাণহানি ঠেকাতে পাঁচটি পরিবারকে নিরাপদে সরিয়ে নিয়েছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে এ ০দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুক হক বলেন, বিকেল পৌনে ৫টার দিকে মাদরাসা পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। ধসে পড়া মাটির কারণে খুলশীর বায়তুল আমান হাউজিং এলাকার একটি প্রবেশ পথে প্রতিবন্ধকতা তৈরি হয়। পাশে থাকা একটি একতলা ভবনের পাঁচটি পরিবারও সাময়িক আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আটকে থাকা পরিবারগুলোকে নিরাপদ স্থানে নেওয়ার পাশাপাশি সড়কে জমে থাকা মাটি সরিয়ে নেয়।
চট্টগ্রামের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, পাহাড় ধসের ঘটনা ঘটেছিল। তবে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
বিজ্ঞাপন
বাড়তি সতর্কতা হিসেবে পাহাড়ের ওপরে থাকা মাদরাসার শিক্ষার্থীদেরও সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হবে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
বৃহস্পতিবার (২৯ জুলাই) চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জল কান্তি পাল ঢাকা পোস্টকে বলেন, সন্ধ্যা ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৪০ দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আজকে সারাদিন ও আগামীকাল চট্টগ্রামে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।
তিনি আরও বলেন, অতিভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভবনা রয়েছে।
এদিকে, পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকরীদের জন্য চারটি আশ্রয়কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন। আশ্রয়কেন্দ্রে প্রায় চারশ মতো মানুষ আশ্রয় নিয়েছে। পাহাড়ি এলাকায় মাইকিং করা হচ্ছে মানুষকে নিরাপদ স্থানে চলে যেতে।
কেএম/এসএম