ঢাকার সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে একমত মস্কো
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে মস্কো একমত বলে জানিয়েছেন ঢাকায় নব নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি. মান্টিটস্কি। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার (২৯ জুলাই) ঢাকার রাশিয়ান দূতাবাস জানায়, বুধবার (২৮ জুলাই) পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের দফতরে নব নিযুক্ত রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি. মান্টিটস্কি সাক্ষাতে যান। বৈঠকে তারা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক রাজনৈতিক সংলাপ, বাণিজ্য ও অর্থনৈতিকসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন।
বিজ্ঞাপন
সম্প্রতি ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ইগনাতভকে দেশে ফিরিয়ে নেওয়া হয়। আর নতুন রাষ্ট্রদূত হিসেবে ইগনাতভের স্থলাভিষিক্ত করা হয় রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি. মান্টিটস্কিকে।
দায়িত্ব নেওয়ার পর মান্টিটস্কি এই প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করলেন।
বিজ্ঞাপন
এনআই/ওএফ