সজীব ওয়াজেদ জয়ের উদ্ভাবনী নেতৃত্বেই দেশ আজ ডিজিটাল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের উদ্ভাবনী নেতৃত্বেই দেশ আজ ডিজিটাল বলে মন্তব্য করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ‘ইন্ট্রিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্লাটফর্ম’ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সুদূরপ্রসারী ও উদ্ভাবনী চিন্তা চেতনাই আজকের প্রযুক্তি নির্ভর বাংলাদেশ। তার দিকনির্দেশনায় বাংলাদেশ আজ ডিজিটাল।’
‘দক্ষ নেতৃত্ব ও তথ্যপ্রযুক্তির উন্নয়নের মাধ্যমে সজীব ওয়াজেদ জয়ের হাত ধরেই বিশ্বকে নেতৃত্ব দেবে বাংলাদেশ’ এ আশাবাদ ব্যক্ত করে স্বপন ভট্টাচার্য্য বলেন, ‘বর্তমানে জনসেবায় তথ্যপ্রযুক্তির ব্যবহারে দ্রুত ও সহজে সেবা প্রদান করা সম্ভব হচ্ছে।’
বিজ্ঞাপন
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব মো. রাশিদুল ইসলাম, বিআরডিভির মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডু, এটুআই’র চিফ স্ট্যাটেজিস্ট (ই-গভর্ন্যান্স) ফরহাদ জাহিদ শেখ।
এসএইচআর/ওএফ