এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আটটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে মশার লার্ভা পাওয়ায় ২৫টি নির্মাণাধীন ভবন ও বাসাবাড়িকে ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও আরেকটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শ্যামপুরে দুটি রাজনৈতিক দলের স্থানীয় কার্যালয়সহ চারটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) ডিএসসিসির বিভিন্ন এলাকায় অভিযানগুলো পরিচালনা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

ডিএসসিসি অঞ্চল-১ এর শান্তিনগর ও কলাবাগানে মাহফুজুল আলম মাসুম, অঞ্চল-২ এর দক্ষিণ বনশ্রী ১০ তলা মার্কেট সংলগ্ন এলাকায় মোহাম্মদ আলমগীর হোসেন, অঞ্চল-৩ এর বকশিবাজারে তৌহিদুজ্জামান পাভেল, অঞ্চল-৫ এর যাত্রাবাড়ী ৩নং ও ৪নং গেট এবং ধলপুর কমিউনিটি সেন্টারের আশপাশে মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া, অঞ্চল-৬ এর কাজীবাড়িতে শাহীন রেজা, অঞ্চল-৮ এর হাজিনগর স্টাফ কোয়ার্টারে কাজী হাফিজুল আমিন, অঞ্চল-৯ এর যাত্রাবাড়ীর কাজিরগাঁওয়ে বিকাশ বিশ্বাস এবং অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন ভূতের গলি এলাকায় এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালতগুলো ২৩৫টি নির্মাণাধীন ভবন, বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। এ সময় মোট ১৫টি নির্মাণাধীন ভবন ও বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়ায় ১৫টি মামলা দায়েরের মাধ্যমে সর্বমোট ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এদিকে বৃহস্পতিবার শ্যামপুরে অগ্রণী ব্যাংকের বিপরীত পাশে অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা বলেন, করপোরেশনের জায়গা দখল করে দুটি রাজনৈতিক দলের স্থানীয় কার্যালয় প্রতিষ্ঠা করা হয়ে। এছাড়াও সেখানে চারটি আধাপাকা দোকানও নির্মাণ করা হয়। আজকের অভিযানে আমরা সেসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি।

এএসএস/এমএইচএস