চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নে ক্যাম্প করে করোনার টিকা দেওয়া হয়েছে। যারা উপজেলা পর্যায়ে টিকা দিতে রেজিস্ট্রেশন করছেন তাদের সুবিধার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে।  

গত শনিবার (৩১ জুলাই) ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর উচ্চ বিদ্যালয় ও আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই টিকা দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, যারা উপজেলা পর্যায়ে টিকা দিতে রেজিস্ট্রেশন করছেন তাদের সুবিধার্থে ইউনিয়ন পর্যায়ে ক্যাম্প করে   টিকা দেওয়া হয়েছে। কারণ আব্দুল্লাহপুর ইউনিয়ন উপজেলা থেকে অনেক দূরে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই এই টিকা দেওয়া হয়েছে। 

সোমবার (২ জুলাই) উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নাবীল চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, আব্দুল্লাহপুর ইউনিয়নে এক হাজার ৬০০ মানুষকে টিকা দেওয়া হয়েছে। তারা উপজেলা পর্যায়েই টিকা দেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। ফটিকছড়ি অনেক বড় উপজেলা হওয়ায় মানুষের সুবিধার্থে ইউনিয়নে পর্যায়ে গিয়ে ক্যাম্প করে টিকা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ফটিকছড়ি বড় উপজেলা হওয়ায় দক্ষিণের একটি ও উত্তরের একটি ইউনিয়নে একদিন ক্যাম্প করে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। যাতে মানুষ সহজেই টিকা দিতে পারে। তারই ধারাবাহিকতায় আব্দুল্লাহপুরে এই টিকা দেওয়া হয়েছে। আমরা ঊধ্বর্তন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই করেছি এই ক্যাম্প। আব্দুল্লাহপুর থেকে উপজেলা সদর প্রায় ৪০ কিলোমিটার। মানুষের ভোগান্তি কমাতে ক্যাম্প করে টিকা দেওয়া হয়েছে। ফটিকছড়িতে প্রায় ৪৫ হাজার মানুষ টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন বলেও জানান তিনি।

এই ব্যাপারে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, অনুমতি নিয়েই মানুষের সুবিধার কথা বিবেচনা করে ফটিকছড়িতে ক্যাম্প করে টিকা দেওয়া হয়েছে। টিকা পাওয়া সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন।  

কেএম/জেডএস