দোহারে খাদ্য সহায়তা পেল ৩ শতাধিক পরিবার
খাদ্যসামগ্রী বিতরণ
করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দোহার উপজেলার তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে স্থানীয় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, চিনি, তৈল, পেঁয়াজ ও লবণ।
বিজ্ঞাপন
এ সময় দোহার উপজেলা চেয়ারম্যান বলেন, করোনায় সারাদেশে কর্মহীন হয়ে পড়া অসহায় ও শ্রমজীবীদের প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান ব্যক্তিগত অর্থায়নে কর্মহীনদের মানবিক সহায়তা দিচ্ছেন।
তিনি আরও বলেন, দোহার-নবাবগঞ্জে করোনা সংক্রমণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সংক্রমের ঝুঁকি থেকে বাঁচতে হলে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরিধান করতে হবে এবং টিকার আওতায় আসতে হবে।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল সাইদ, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. আব্দুল খালেক প্রমুখ।
ফারুক আহমেদ/আরএইচ