স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জলসিঁড়ি আবাসন প্রকল্প বৃক্ষরোপণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (৫ আগস্ট) সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বৃক্ষরোপণ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে জলসিঁড়ি আবাসন প্রকল্পে বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহণ শেষে সেনাপ্রধান জলসিঁড়ি আবাসন প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। এসময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ও জলসিঁড়ি প্রকল্পের পরিচালনা পর্ষদের সব সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় পরিবেশের ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনার আহ্বান জানান সেনাবাহিনী প্রধান। একই সঙ্গে রোপণ করা বৃক্ষের সুষ্ঠু পরিচর্যা নিশ্চিত করার প্রতি তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

পরিকল্পনা অনুযায়ী প্রকল্প এলাকায় ১৭৮টি প্রজাতির মোট ৬৮ হাজার বৃক্ষরোপণ করা হবে। ইতোমধ্যেই সাত হাজার চারা রোপণ করা হয়েছে। চলতি বছরে আরও সাত হাজার চারা রোপণ করার পরিকল্পনা রয়েছে যার মধ্যে চার হাজার চারা রোপণ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, গত ৮ জুলাই সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২১ এর উদ্বোধন করেন।

এনএম/ওএফ