রাজধানীতে দিনের শুরুতে মেঘলা আকাশ থাকলেও দুপুরের আগে রোদ মিলতে পারে। এরই মাঝে আবার হতে পারে ছিটেফোঁটা বৃষ্টিও। তথ্য মতে, মেঘ ও রোদের সঙ্গেই কাটতে ছুটির পারে দিন। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি নামতে পারে।

শুক্রবার (৬ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ একে এম নাজমুল হক এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সকালের মেঘ কেটে রোদের দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও ছিটেফোঁটা অথবা হালকা হতে পারে।

এ আবহাওয়াবিদ জানান, রাজশাহীসহ দেশের একাধিক স্থানে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় দেশের চট্টগ্রাম, সিলেট রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের একাধিক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের তাপমাত্রার খুব বেশি পরিবর্তন নেই। গত ২৪ ঘণ্টায় (গতকাল সন্ধ্যা পর্যন্ত) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সৈয়দপুরে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রাঙ্গামাটিতে ৫৭ মিলিমিটার।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

একে/এমএইচএস