চট্টগ্রাম পৌঁছেছে ৩ লাখ ৯ হাজার টিকা
চট্টগ্রামে পৌঁছেছে আমেরিকার তৈরি মডার্না, চীনের তৈরি সিনোফার্ম ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৩ লাখ ৯ হাজার ৬০০ ডোজ টিকা।
শুক্রবার (৬ আগস্ট) সকালে সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরের সামনে পৌঁছায় টিকা বহনকারী বিশেষ গাড়ি। এরপর এসব টিকা রাখা হয় ইপিআই স্টোরে।
বিজ্ঞাপন
টিকাগ্রহণ করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে আজ মডার্নার ৩৮ হাজার ৪০০ ডোজ টিকা বুঝে পেয়েছি। একইসঙ্গে চীনের তৈরি সিনোফার্মের এক লাখ ৬৩ হাজার ২০০ ডোজ টিকা বুঝে পেলাম। এছাড়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এক লাখ ৮ হাজার টিকা এসেছে চট্টগ্রামে। চট্টগ্রামে আজ মোট টিকা বুঝে পেলাম ৩ লাখ ৯ হাজার ৬০০ ডোজ।
তিনি আরও বলেন, টিকাগুলো ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়েছে। সরকারের নির্দেশনা পেলে দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম নগর ও বিভিন্ন উপজেলার টিকাদান কেন্দ্রে পাঠানো হবে।
বিজ্ঞাপন
উল্লেখ, অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার প্রথম ডোজ নেওয়া চট্টগ্রামের এক লাখ ৫ হাজার ৪২৫ জন টিকাগ্রহীতা দ্বিতীয় ডোজ নেওয়ার অপেক্ষায় আছেন। রোববার (৮ আগস্ট) থেকে দ্বিতীয় ডোজের এই টিকা দেওয়া শুরু হতে পারে বলে জানা গেছে।
গত ৩১ জানুয়ারি প্রথম দফায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ৪ লাখ ৫৬ হাজার ডোজ, ৯ এপ্রিল দ্বিতীয় দফায় আরও ৩ লাখ ৬ হাজার ডোজ এবং ১৮ জুন সিনোফার্মের তৈরি ৯১ হাজার ২০০ ডোজ করোনার টিকা চট্টগ্রামে পৌঁছায়। এরপর ১১ জুলাই মডার্না ও সিনোফার্মের ১ লাখ ৮৪ হাজার ডোজ টিকা চট্টগ্রামে এসেছিল। গত ২৮ জুলাই সিনোফার্ম ও মডার্নার টিকা এসেছে এক লাখ ৮৫ হাজার ২০০ ডোজ।
চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়।
কেএম/এইচকে