শ্রাবণের শেষ বিকেলে বৃষ্টিস্নাত রাজধানী
খুব সকালে আজ ঢাকার আকাশে ছিল কালো মেঘের আনাগোনা। বৃষ্টি নামবে যেকোনো সময়, এমন আবহের মধ্যেই হেসে উঠল আকাশ, মেঘ কেটে গিয়ে দেখা দিল ঝলমলে রোদ। সারাদিন রোদের দাপটের পর শেষ বিকেলে আবার মেঘের রাজত্ব, নেমে এলো ঝুমবৃষ্টি।
মাসের ২২তম দিনে রাজধানীতে আজ শ্রাবণ হাজির হয়েছে তার স্বরূপে। সারাদিন মেঘ-রোদ্দুরের লুকোচুরি শেষে বিকেলে সে বৃষ্টিতে ভিজিয়েছে রাজধানীকে।
বিজ্ঞাপন
শুক্রবার (৬ আগস্ট) বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, রাজধানীতে বিকেলে বৃষ্টি নেমেছে। তবে সন্ধ্যার পর বৃষ্টি কমে যেতে পারে।
তিনি জানান, আজ কমবেশি সারাদেশেই বৃষ্টি হচ্ছে। রাজশাহী, বগুড়া, সিলেটসহ বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে। বৃষ্টিপাতের এ প্রবণতা আগামী কয়েক ঘণ্টা থাকার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, আজ সারাদেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সৈয়দপুরে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চাঁদপুরে ৭১ মিলিমিটার।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
একে/এমএইচএস