রাজধানীর রমনা থানা এলাকায় বেইলি রোডে অবস্থিত ঢাকা জেলা পুলিশ সুপারের বাংলোতে গুলিবিদ্ধ হয়ে এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। তার নাম মেহেদী হাসান (২১)।  

শুক্রবার (৬ আগস্ট) বিকেলে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ছালাম ঢাকা পোস্টকে বলেন, পুলিশ কনস্টেবল মেহেদী হাসান ঢাকা জেলা পুলিশ সুপার কাজী মারুফ হোসেন সরদারের বাংলোতে ডিউটি করছিলেন।

তিনি বলেন, ডিউটিরত অবস্থায় বিকেলের দিকে তিনি নিজের চায়না থ্রি অস্ত্র দিয়ে গুলিবিদ্ধ হন। থুতনির নিচ দিয়ে গুলিটি প্রবেশ করে মাথা দিয়ে বের হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার আনেহলা গ্রামে। তার বাবার নাম আব্দুল হানিফ।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, রমনা থানা এলাকায় ঢাকা জেলা এসপির বাসায় ডিউটি করছিলেন পুলিশ কনস্টেবল মেহেদী। সেখানেই তিনি গুলিবিদ্ধ হন। রমনা থানার পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

এসএএ/আরএইচ