নগরপিতা নয়, সেবক হিসেবে কাজ করতে চান মেয়র আতিকুল
‘অন্তর্ভুক্তিমূলক আধুনিক শহর বিনির্মাণ’ শীর্ষক ভার্চুয়াল সংলাপ
নগরপিতা হিসেবে নয়, নগরসেবক হিসেবে দায়িত্ব পালন করে যেতে চান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
শুক্রবার (৬ আগস্ট) অ্যাকশন এইড বাংলাদেশ ও ধ্রুবতারা ইয়্যুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত ‘অন্তর্ভুক্তিমূলক আধুনিক শহর বিনির্মাণ’ শীর্ষক সংলাপে তিনি এ কথা জানান।
বিজ্ঞাপন
মেয়র আতিকুল ইসলাম বলেন, নগর পিতা হিসাবে নয়, আমি নগরসেবক হিসেবে দায়িত্ব পালন করে যেতে চাই। আধুনিক ঢাকা বিনির্মাণে যুব সমাজের সঙ্গে সবাইকে এগিয়ে আসতে হবে। নিয়ম মানাতে সবাইকে নিয়ে তরুণদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি বলেন, সবার আগে প্রয়োজন পরিচ্ছন্ন নগর গড়া। নগর পরিচ্ছন্ন রাখতে কর্মী নিয়োগ দেওয়া হবে। তৃতীয় লিঙ্গের প্রতিনিধিদের কাজের ব্যবস্থা করা হবে।
বিজ্ঞাপন
সিটি করপোরেশনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ কাঠামোতে এবং নগর উন্নয়নে যুব শক্তিকে কাজে লাগানোর লক্ষ্যে ভার্চুয়াল এ সংলাপের আয়োজন করা হয়।
সংলাপে যুক্ত হয়ে সুলতানা কামাল বলেন, যুবসমাজকে সিটি করপোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে হবে। তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দিয়ে তাদের বিভিন্ন উন্নয়ন কাজে অন্তর্ভুক্ত করা জরুরি। পাশাপাশি তাদের কাজের নজরদারিও রাখতে হবে।
অ্যাকশন এইড বাংলাদেশের যুব কর্মসূচির ম্যানেজার নাজমুল আহসান বলেন, যুবসমাজকে অনুপ্রাণিত ও সহযোগিতা করতে তাদের সামাজিক ও সাংস্কৃতিক কাজে সিটি করপোরেশনের পক্ষ থেকে বাজেট বরাদ্দের প্রয়োজন রয়েছে।
ধ্রুবতারা ইয়্যুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অমিয় চক্রবর্তী অর্ক সংলাপ সঞ্চালনা করেন। এতে অংশ নিয়ে যুব প্রতিনিধিরা তাদের বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।
এএসএস/আরএইচ