ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন আলাতুন্নেছা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টিকা নিতে ভিড়

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গণটিকা কার্যক্রম গতিশীল করতে সারাদেশে শুরু হয়েছে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। সিটি করপোরেশন, ইউনিয়ন-ওয়ার্ড ও বিভিন্ন অঞ্চলভেদে ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। আজ শনিবার (৭ আগস্ট) রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভ্যাকসিন প্রদানের ক্যাম্পেইনে অনেকেই টিকা পাননি বলে অভিযোগ জানিয়েছে।

আজ সকাল ৯টা থেকে সারাদেশের ৪ হাজার ৬০০টি ইউনিয়নে, ১ হাজার ৫৪টি পৌরসভায় এবং সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়েছে। চলবে বিকেল ৩টা পর্যন্ত।

প্রতিটি কেন্দ্র নির্দিষ্ট সংখ্যক টিকা প্রদান করায় অনেকে সকাল থেকে লাইনে দাঁড়িয়েও শেষ পর্যন্ত টিকা নিতে পারেননি বলে অভিযোগ জানিয়েছেন। আবার সকাল সকাল যারা প্রথম দিকে লাইনে দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে অনেকেই টিকা নিতে পেরেছেন বলে স্বস্তি প্রকাশ করেছেন। 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন আলাতুন্নেছা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিচালিত হচ্ছে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। এই ক্যাম্পে আজ ৩৫০ জনকে টিকা প্রদান করা হচ্ছে। কিন্তু বিদ্যালয়টির বইরে অনেক বেশি মানুষের ভিড় দেখা গেছে। ভিতরে ৩৫০ জন ঢোকানোর পর বাইরে সিরিয়ালে আরও যারা দাঁড়িয়েছিলেন তাদের বলা হয় আজকের মতো সিরিয়াল শেষ, এখন আর কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না। এ কথা শুনে বাহিরে লাইনে দাঁড়ানো অপেক্ষমাণ টিকা গ্রহীতা ফিরে যান।

ফিরে যাওয়াদের একজন সিদ্দিকুর রহমান। তিনি বলেন, সকাল থেকে জাতীয় পরিচয়পত্র সহকারে এই লাইনে এসে দাঁড়িয়েছি, রোদের মধ্যে এতক্ষণ অপেক্ষা করলাম। আর এখন জানানো হচ্ছে আজকের মতো টিকা শেষ। আগামীকাল আবার আসেন। তাহলে আমাকে এত সময় অপেক্ষা করতে হলো কেন?

আলাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ে পুরুষ এবং মহিলাদের পৃথক দুইটি লাইন করানো হয়েছিল। এই দুই লাইনের অনেকেই সিদ্দিকুর রহমানের মতো অভিযোগ জানিয়ে বলেন- তারা লাইনে দাঁড়িয়েও আজ টিকা নিতে পারেননি।

এই বিষয়ে ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাসুম গণি বলেন, আজ এখানে ৩৫০ জনকে টিকা দিচ্ছে। যাদের বয়স ৫০ এর বেশি তাদের আমরা প্রাধান্য দিচ্ছি। নিবন্ধন করানোর জন্য স্বেচ্ছাসেবী আছেন, হেল্প সেন্টার আছে। বাইরে থেকে সিরিয়াল ধরে যারা ভিতরে আসছেন তাদের টিকা প্রদান করছি। যেহেতু ৫০ বছরের বেশি বয়সীদের আমারা আজ দিচ্ছি, তাই যারা আগে এসেছেন তাদের দেওয়া হচ্ছে। আমরা এটা আরও কয়েকদিন কনটিনিউ করব, আশা করছি ইনশাআল্লাহ সবাই টিকা পাবেন।

টিকা নেওয়ার জন্য কেন্দ্রের মধ্যে অপেক্ষমাণ পুষ্প রাণী শিল বলেন, আমার জাতীয় পরিচয়পত্র নিয়ে এখানে এসেছি। এসে নিবন্ধন করেছি। এরপর প্রায় দুই ঘণ্টা ধরে অপেক্ষা করছি। সিরিয়াল এলে টিকা দিতে পারব। আমার মতো এভাবে ভেতরে শত শত নারী পুরুষ টিকা নেওয়ার জন্য অপেক্ষা করছে।

এএসএস/এইচকে