রাজধানীর হাজারীবাগের মনেশ্বর এলাকায় একটি বাসায় গলায় ফাঁস দিয়ে পিয়াস খন্দকার (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

শনিবার (৭ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে দশটায় মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা গিয়াস খন্দকার ঢাকা পোস্টকে জানান, গতরাতে আমরা সবাই খাবার খেয়ে ঘুমাতে যাই। পরে আমার ছেলেও শুয়ে পড়ে। আজ সকালে দিকে দেখতে পাই ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আমার ছেলে। কাছে গিয়ে দেখি গ্রিলের সঙ্গে ফাঁস নিয়ে ঝুলে আছে। 

তিনি বলেন, কী কারণে ফাঁস নিয়েছে জানি না। আমার ছেলে একটি স্বর্ণের দোকানে কাজ করত। আমরা হাজারীবাগের মনেশ্বর প্রথম লেন ১৩ নম্বর বাসার দোতালায় ভাড়া থাকি। আমার  এক মেয়ে এক ছেলে। ছেলে পিয়াস ছোট। তার একটি ছেলে আছে। আমার পুত্রবধূর নাম সুমাইয়া আক্তার। আমাদের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার বাততুরা এলাকায়। 

ঢামেক  হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এসএএ/এইচকে