করোনায় টিকাদান কর্মসূচী বাস্তবায়নে চলমান দেশব্যাপী ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে সম্মিলিতভাবে কাজ শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব স্বেচ্ছাসেবকরা। শনিবার (৭ আগস্ট) রেড ক্রিসেন্টের ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ থেকে শুরু হওয়া ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বাস্তবায়নে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা রাজধানী ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন, জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায়ে কাজ করছে।

সংস্থাটি জানায়, ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে প্রথম থেকেই সরকারকে সহযোগিতা করতে মাঠ পর্যায়ে কাজ করছে সোসাইটির স্বেচ্ছাসেবকরা। ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বাস্তবায়ন করতে নতুন করে আরও একহাজার স্বেচ্ছাসেবককে কাজে লাগাচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটি। টিকা গ্রহণকারীদের সাহায্য ও স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা দেওয়ার লক্ষ্যে শুধু ঢাকা সিটি করপোরেশনের ১২৯টি ওয়ার্ডে ৩৮৭ জন স্বেচ্ছাসেবককে মাঠ পর্যায়ে কাজের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

রেড ক্রিসেন্ট জানায়, দেশব্যাপী এই বৃহৎ কার্যক্রমকে সফল করতে সোসাইটির পক্ষ থেকে সব ইউনিটগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সাম্প্রতিক করোনা সংক্রমণের বিস্তার রোধে সরকারের নানা কর্মসূচির পাশাপাশি সোসাইটি তাদের সমন্বিত কার্যক্রম অব্যাহত রয়েছে।

টিকা কার্যক্রমে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকরা ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির (আইএফআরসি) সহযোগিতায় সরকার প্রদত্ত স্বেচ্ছাসেবক গাইডলাইন অনুযায়ী দেশে কাজ করছেন। এছাড়া সব জেলার সিভিল সার্জন ও সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে টিকাদান কর্মসূচিতে সোসাইটির প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করতে সরকারের স্বাস্থ্য অধিদফতর থেকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে স্বাস্থ্য অধিদফতর রেড ক্রিসেন্টকে সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জানায়।

সংস্থাটি আরও জানায়, নতুন করে শুরু হওয়া ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে বাস্তবায়নে আরও ২৮ হাজার স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনীয়তা ও সরকারের চাহিদার প্রেক্ষিতে আগামীতে এই সংখ্যা আরও বাড়ানো হতে পারে।  

সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন বলেন, বাংলাদেশ সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের করোনা টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সবধরনের সহযোগিতা দিচ্ছে। সংগঠনটি সহযোগিতা দিতে সবসময় প্রস্তুত রয়েছে। সোসাইটির স্বেচ্ছাসেবকরা প্রশিক্ষণ শেষে ঢাকাসহ দেশের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রম বাস্তবায়নে নিয়োজিত।

এনআই/ওএফ