রাজধানীর বাড্ডায় বেরাইদ ভূঁইয়া পাড়া এলাকায় নানিবাড়ি বেড়াতে এসে ফাহিম (৬) নামে এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে মারা গেছে।

শনিবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক দুপুর একটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মনির হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমাদের বাসা নারায়ণগঞ্জের রূপগঞ্জের পাড়াগাঁও এলাকায়। ওইখান থেকে বাড্ডার বেরাইদ ভূঁইয়া পাড়ায় তার নানির বাসায় বেড়াতে আসে ফাহিম।

আজ চার তলার ছাদে খেলার সময় লাঠি দিয়ে ইলেকট্রিক তারে আঘাত করে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে নিচে পড়ে সে গুরুতর আহত হয়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বড় আলো পাড়াগাঁও গ্রামে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এসএএ/এইচকে