চট্টগ্রামের বাকলিয়া ও চকবাজার থানায় নতুন ওসি
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চকবাজার ও বাকলিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দুজনকে পদায়ন করা হয়েছে। এতে বাকলিয়া থানার ওসি হিসেবে রাশেদুল হক ও চকবাজার থানার ওসি হিসেবে মো. ফেরদৌস জাহানকে পদায়ন করা হয়েছে।
শনিবার (৭ আগস্ট) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত এক অফিস আদেশে পরিদর্শক মর্যাদার এই দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বিজ্ঞাপন
সিএমপি সূত্রে জানা গেছে, রাশেদুল হক আগে সিএমপির ডিবি উত্তরের পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। আর মো. ফেরদৌস জাহান কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে গত ৮ জুলাই পুলিশ সদর দফতরের পৃথক আদেশে বাকলিয়া থানার ওসি রুহুল আমিনকে রংপুর রেঞ্জে ও চকবাজার থানার ওসি মোহাম্মদ আলমগীরকে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে।
বিজ্ঞাপন
কেএম/ওএফ