সকাল থেকেই ট্রেনের টিকিট পেতে লাইন
করোনা পরিস্থিতির কারণে দুসপ্তাহেরও বেশি সময় বন্ধ থাকার পর ১১ আগস্ট থেকে শুরু হচ্ছে ট্রেন চলাচল। আর আজ সকাল ৮টা থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয়নি।
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকে টিকিট কাটতে মানুষের লাইন দেখা গেছে। তবে কাউন্টার থেকে কাউকেই টিকিট দেওয়া হচ্ছে না। সার্ভার সমস্যার কারণে টিকিট বিক্রি শুরু করা যাচ্ছে না বলে জানতে পেরেছেন তারা।
টিকিটের জন্য লাইনে দাঁড়ানো থাকা মনিরুজ্জামান নামে একজন বলেন, ভোর ৬টায় এসে টিকিট কেনার জন্য দাঁড়িয়ে আছি। ৮টার সময় কাউন্টার খুলেছে, কিন্তু সার্ভার জটিলতার কারণে টিকিট দিচ্ছে না।
বিজ্ঞাপন
নাম না প্রকাশের শর্তে কাউন্টারে দায়িত্বে থাকা একাধিক কর্মকর্তা বলেন, টিকিট দেওয়ার জন্য অর্ডার দিচ্ছি। কিন্তু অর্ডার সাবমিট হচ্ছে না।
সকাল সাড়ে ৮টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত কমলাপুর রেল স্টেশনের নয়টি কাউন্টারের কোনোটিতেই টিকিট বিক্রি শুরু হয়নি।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ১১ আগস্ট থেকে ঢাকাসহ সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে। আগে অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চলাচল করলেও এবার শতভাগ আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করতে পারবে।
এমআই/এনএফ