জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকীতে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। 

রোববার (১৫ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার পাশাপাশি ১৫ আগস্ট কালরাত্রির সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এনবিআর চেয়ারম্যান। 

এসময় এনবিআরের বিভিন্ন বিভাগের সদস্য, আইআরডির কর্মকর্তাসহ এনবিআরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এরপর ধানমন্ডির তাকওয়া মসজিদে জাতির পিতা ও তার পরিবারের সকল শহিদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। একইসাথে প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের বর্ণাঢ্য কর্মময় জীবন, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় বলে প্রতিষ্ঠানটির পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মু’মেন জানিয়েছেন।

আরএম/এইচকে