হাটহাজারীতে ব্যবসায়ীর লাশ উদ্ধার
চট্টগ্রামে আব্দুল্লাহ আল মামুন (২৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৭টায় হাটহাজারী থানার মির্জাপুর ইয়নিয়নের ৩ নং ওয়ার্ডের মির্জাপুর ব্রিজের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল্লাহ আল মামুন মির্জাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত মুন্সী মহিউদ্দিনের ছেলে।
বিজ্ঞাপন
হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা ঢাকা পোস্টকে বলেন, আব্দুল্লাহ আল মামুন একজন নারকেল ব্যবসায়ী। আজ সকালে মির্জাপুর ব্রিজের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটাকে হত্যাকাণ্ড হিসেবেই মনে হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মামুনকে কেন বা কারা হত্যা করেছে তা জানতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।
বিজ্ঞাপন
নিহতের বড় ভাই গিয়াস উদ্দিন রিয়াদ বলেন, শুক্রবার বিকেল ৪টার দিকে বাসা থেকে বের হয়েছিলেন। রাতে বাসা থেকে কল দিলে মামুনের মোবাইল বন্ধ পাওয়া যায়। কে বা কারা কনে তাকে হত্যা করেছে বুঝতে পারছি না।
কেএম/ওএফ