২১ আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে তৃণমূল এনডিএম।

শনিবার (২১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে সংগঠনটির চেয়ারম্যান চেয়ারম্যান খোকন চৌধুরী এ দাবি জানান।

মানববন্ধনে তিনি বলেন, তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা নিয়েই ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল। আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের পৃষ্ঠপোষকতায় ওইদিনের সমাবেশে এই গ্রেনেড হামলা চালানো হয়। গ্রেনেড হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।

এ সময় আগস্টকে শোকের মাস হিসেবে ঘোষণা ও ২১ আগস্ট সরকারি ছুটির দাবী জানান তিনি।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিম উল্ল্যাহ, যুগ্ম মহাসচিব পাপেল আহমেদ, যুগ্ম মহাসচিব মোকলেছিন বেগম, সার্জেন (অব.) মোস্তফা কামাল, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক সহিদুল আলম ভূঁইয়া (বিজয়) প্রমুখ।

এমএইচএন/এমএইচএস