শেখ হাসিনার গাড়ি বহরে হামলায় নেতৃত্ব দিয়েছিল ছাত্রদল নেতা রঞ্জু
দুই দশক আগে সাতক্ষীরায় তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার বহরে হামলার নেতৃত্ব দেন কলারোয়া থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান রঞ্জু। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন আদালত থেকে ১০ বছরের সাজাপ্রাপ্ত এ আসামি।
শুত্রবার (২০ আগস্ট) রাতে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিজ্ঞাপন
শনিবার (২১ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির প্রধান এ কে এম হাফিজ আক্তার।
তিনি জানান, রঞ্জু সেসময় ছাত্রদলের নেতা ছিলেন। তার নেতৃত্বেই তখনকার বিরোধীদলের নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা চালানো হয়।
বিজ্ঞাপন
রঞ্জু ২০০২ সালে তৎকালীন বিরােধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। ওই বছরের ৩০ আগস্ট সাতক্ষীরা জেলায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে কলারােয়া থানা এলাকায় প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে এর সঙ্গে জড়িত ৫০ জনের বিরুদ্ধে আদালতে অভিযােগপত্র দাখিল করা হয়। ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি আদালত এ মামলার রায় ঘােষণা করেন।
হাফিজ আক্তার আরও জানান, ঘটনার পর থেকেই আসামি রঞ্জু পলাতক ছিলেন। রঞ্জুর বাবা লুৎফর রহমান ও দাদা মাহবুবুর রহমান স্বাধীনতা যুদ্ধে মুসলিম লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে দেশের স্বাধীনতার বিরােধিতা করে। রঞ্জু ১৯৯৩ সালে কলারােয়া সরকারি কলেজে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। তিনি সেখানকার ছাত্রদলের নেতৃত্ব দিতেন।
সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চলতি বছরের গত ৪ ফেব্রুয়ারি এ মামলায় বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ তিনজনের সর্বোচ্চ ১০ বছর করে এবং বাকি ৪৭ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে রায় দেন।
মামলায় এ পর্যন্ত ২০ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। ৫০ আসামির মধ্যে ১৫ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
জেইউ/এসএম