দ. সুদানকে ওষুধ-পোশাক খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার পরামর্শ
দক্ষিণ সুদানকে ওষুধ শিল্প, তৈরি পোশাক, কৃষি এবং আইসিটি সেক্টরে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা গড়ে তোলার ব্যাপারে পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শুক্রবার (২১ আগস্ট) দক্ষিণ সুদানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী জেনারেল চোল থন বালোকের সঙ্গে জুবায় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় এ পরামর্শ দেন ড. মোমেন।
বিজ্ঞাপন
পররাষ্ট্রমন্ত্রী সুদানের প্রতিরক্ষামন্ত্রীকে জানান, দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে গুরত্ব দেয় বাংলাদেশ। তিনি সুদানকে বাংলাদেশের সঙ্গে উন্নয়ন অংশীদারিত্ব গড়ে তোলার প্রস্তাব দেন।
সুদানের প্রতিরক্ষামন্ত্রী দেশটিতে বাংলাদেশ শান্তিরক্ষীদের ভূমিকার প্রশংসা করেন। তিনি সুদানের অবকাঠামো উন্নয়ন ও স্বাস্থ্যসেবার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদানের কথা তুলে ধরেন।
বিজ্ঞাপন
ড. মোমেন বৈঠকে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য দুই দেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষা অর্জনের জন্য সহযোগিতা এবং অংশীদারিত্বের ওপর গুরত্ব দেন। তিনি জাতিসংঘে দক্ষিণ সুদানের সদস্যপদের জন্য বাংলাদেশের সহায়তার কথা উল্লেখ করেন।
একইদিন সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী জুবায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটির আয়োজনে একটি অনুষ্ঠানে অংশ নেন। সেখানে ড. মোমেন বাংলাদেশি কমিউনিটির উদ্দেশে বলেন, দক্ষিণ সুদানে বাংলাদেশ কমিউনিটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এনআই/জেডএস