বার্ড ফ্লু ঠেকাতে রোববার (১৭ জানুয়ারি) থেকে প্রাণিসম্পদ অধিদফতরে কন্ট্রোল রুম চালু করা হবে। যেখান থেকে সারাদেশে পর্যবেক্ষণ করা যাবে। পাশাপাশি মোবাইল নম্বর যোগ করে হটলাইন চালু করা হবে বলে অধিদফতর সূত্রে জানা গেছে।

দেশের যেকোনো স্থানে বার্ড ফ্লু’র সামান্যতম প্রাদুর্ভাব বা সন্দেহ দেখা দিলে সঙ্গে সঙ্গে প্রাণিসম্পদ অধিদফতরে জানানোর জন্যে অনুরোধ বলা হয়েছে। এছাড়া কাছের যেকোনো উপজেলা প্রাণিসম্পদ অফিসেও জানানো যাবে বলে উল্লেখ করেছেন প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. মো. শেখ আজিজুর রহমান ।

শুক্রবার (১৫ জানুয়ারি) ঢাকা পোস্টকে তিনি এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের পর থেকেই আমরা সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিয়েছি। কন্ট্রোল রুম থেকে সব কিছু পর্যবেক্ষণ করা হবে।

শেখ আজিজুর রহমান বলেন, একেবারে মাঠ পর্যায়ে আমাদের সব কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) দেশের সব বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। এ বিষয়ে তাদের আরও গুরুত্ব সহকারে দেখার জন্যে বলা হবে। এখন পর্যন্ত বাংলাদেশ নিরাপদে আছে বলে মন্তব্য করেন এ কর্মকর্তা।

প্রাণিসম্পদ অধিদফতরের কন্ট্রোল রুমটি ঢাকার প্রধান কার্যালয়ে চালু করা হবে। মূলত উপজেলা কর্মকর্তাদের সঙ্গে দ্রুত সমন্বয়ের বিষয়টি কন্ট্রোল রুম থেকে নিশ্চিত করা হবে। এছাড়া কন্ট্রোল রুমে +৮৮০২৯১০১৯৩২ নম্বরেও যে কেউ যোগাযোগ করতে পারবেন। তথ্য জানতে ও জানাতে পারবেন।

সম্প্রতি ভারতে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দেওয়ায় দেশটি থেকে মুরগি, মুরগির বাচ্চা, প্যারেন্ট স্টক, হাঁস, পাখি ও ডিম আমদানি বন্ধ ও অনুপ্রবেশ ঠেকাতে তিন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

এসব প্রাণীর আমদানি বন্ধে বাণিজ্য মন্ত্রণালয়, অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ও কোস্টগার্ডকে নির্দেশনা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এবং সমুদ্র, নৌ ও স্থলবন্দরগুলোর জন্য নৌপরিবহন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া গত ১২ জানুয়ারি ওই তিন মন্ত্রণালয় ও বিভাগে পৃথক চিঠিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

এছাড়া গত ১২ জানুয়ারি বার্ড ফ্লুর সংক্রমণ ও বিস্তার রোধে আগাম প্রস্তুতি গ্রহণে প্রাণিসম্পদ অধিদপ্তরকে নির্দেশ দিয়ে চিঠি দেয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

চিঠিতে দেশের সীমান্তবর্তী জেলাসহ অন্যান্য জেলায় প্রতিদিন বার্ড ফ্লু রোগের অনুসন্ধান, সর্বোচ্চ সতর্কতামূলক নজরদারির ব্যবস্থা গ্রহণ ও সরকারি-বেসরকারি খামারে নিবিড় তত্ত্বাবধানের নির্দেশনা দেওয়া হয়েছে।

একইসঙ্গে কোনো মৃত বা সন্দেহজনক হাঁস-মুরগি বা পাখি পাওয়া গেলে নমুনা সংগ্রহ করে দ্রুত নিকটবর্তী ল্যাব থেকে পরীক্ষা করে ফলাফল অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

একে/ওএফ