সেবাগ্রহীতাদের সঙ্গে আপনজনের মতো ব্যবহার করতে নবনিযুক্ত সমাজসেবা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। 

সোমবার (২৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় সমাজসেবা একাডেমি আয়োজিত নবনিযুক্ত ৬৮ জন সমাজসেবা কর্মকর্তার ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ নির্দেশ দেন। 

নবনিযুক্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সমাজের অবহেলিত মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে গেছেন, আপনারা সে অবহেলিত ও পশ্চাৎপদ জনগোষ্ঠীকে সরাসরি সেবা দেবেন। সেবাগ্রহীতাদের সঙ্গে আপনজনের মতো ব্যবহার করবেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীরা দেশ ও জনগণের সেবক। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশের সেবা করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেন, সমাজসেবা অফিসাররা এতিম, প্রতিবন্ধী, অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে থাকেন। নবীন কর্মকর্তাদের সততা, দক্ষতা ও আন্তরিকতা দিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে যত্নশীল সমাজ বিনির্মাণে কাজ করার নির্দেশ দেন তিনি। 

সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন- সমাজকল্যাণ সচিব মাহফুজা আখতার। পরে মন্ত্রী নবনিযুক্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন ঘোষণা করেন।

এসএইচআর/জেডএস