ডিএমপির ঊর্ধ্বতন ৫ কর্মকর্তা বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার দুই ও সহকারী পুলিশ কমিশনার (এসি) সমমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ বদলি করা হয়।
বিজ্ঞাপন
আদেশে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রেজাউল করিমকে প্রসিকিউশন বিভাগে ও প্লানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্চ ডেভেলপমেন্ট বিভাগের এডিসি লায়লা ফেরদৌসীকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।
পৃথক একটি আদেশে মহানগর গোয়েন্দা (ডিবি-গুলশান) বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মহিউদ্দীন আহমেদকে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ, ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের এসি দেবাশীষ কর্মকারকে ডিবি-গুলশান বিভাগে এবং পিওএম-দক্ষিণ বিভাগের আশরাফুল ইসলামকে ডিবি-মিরপুর বিভাগে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
আদেশটি অবিলম্বে কার্যকরের জন্য ওই অফিস আদেশে নির্দেশ দেওয়া হয়েছে।
এআর/ওএফ