মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১
রাজধানীর মিরপুর-১১ এর আদর্শনগরে রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রোজিনা (২৬) নামে একজন দগ্ধ হয়েছেন।
শুক্রবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে সকাল সাড়ে সাতটায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
বিজ্ঞাপন
দগ্ধ রোজিনার বোন তানিয়া ঢাকা পোস্টকে বলেন, আমার বোন সকালে রান্না করতে গিয়ে ম্যাচ দিয়ে চুলা জ্বালাতেও গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে সে দগ্ধ হয়। তার অবস্থা ভালো নয়।
বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন ঢাকা পোস্টকে বলেন, দগ্ধ রোজিনাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়েছে। তার শরীরে ৪৫ শতাংশ ফ্লেম বার্ন ও ইনহ্যালেশন ইনজুরি হয়েছে।
বিজ্ঞাপন
এসএএ/এইচকে