রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসের ধাক্কায় শেফালী বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার রাত আটটার দিকে বাসটি ওই নারীকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক রাত ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুনিষ ঘোষ ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এক নারী। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, আশপাশের লোকজনের কাছে জানতে পারি, মা ও শিশু হাসপাতালের পাশেই একটি পেট্রোল পাম্পে রান্নার কাজ করতেন ওই নারী। ঘাতক বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।

জানা গেছে, নিহতের বাড়ি দিনাজপুর জেলায়। তিনি মাতুয়াইল মেডিকেল মুসলিম নগর এলাকায় থাকতেন। তিনি তিন কন্যার জননী ছিলেন। তার স্বামী মৃত লুৎফর রহমান।  

এসএএ/আরএইচ