ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক
রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিল এবং একটি প্রাইভেটকারসহ মো. রবিউল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৩০ আগস্ট) দুপুরে র্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানান, র্যাব-৩ গোপন সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে রাজধানীর শাহজাহানপুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। আটক রবিউল ইসলামের বাড়ি বরিশালের উজিরপুর মাদাশীতে। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন রবিউল। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিজ্ঞাপন
জেইউ/এসকেডি
বিজ্ঞাপন