বিশ্ববিদ্যালয়ের হল খোলার দাবি
জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ
এ বছর জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের তালিকা করে সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করে আগামী ফেব্রুয়ারির শুরুতে বিশ্ববিদ্যালয়ের হলসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে নাগরিক ছাত্র ঐক্য।
সোমবার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে সংগঠনটি এ দাবি জানায়।
বিজ্ঞাপন
নাগরিক ছাত্র ঐক্যের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, উন্নয়নের ফুলঝুরি ছুটিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। ছাত্রসমাজকে অশিক্ষিত করে একটা মেরুদণ্ডহীন রাষ্ট্র নির্মাণের চেষ্টা করছে সরকার। সরকার আন্দোলনের ভয়ে ছাত্রসমাজকে ঘরবন্দী করে রাখার ব্যর্থ চেষ্টা করছে। কিন্তু ছাত্রসমাজ প্রস্তুত হচ্ছে। অবিলম্বে জনগণের ভাত-ভোটের অধিকার, শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে না দিলে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন হতে পারে।
সমাবেশে বক্তারা বলেন, এই সরকার না ভালো ছাত্র হতে দিচ্ছে, না দিচ্ছে ভালো ছাত্রনেতা হতে। এই সরকার চায় অশিক্ষিত চোর-ডাকাতদের সংসদে বসাতে। ‘পাপিয়া, ক্যাসিনো লীগদের’ নিয়ে এদেশের মানুষের মেরুদণ্ড ভেঙে দেশকে বিক্রি করতে চায় এই সরকার। হল খুলে পরীক্ষার ব্যবস্থা করতে হবে। সব শিক্ষার্থীর জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে। তারপর অ্যাকাডেমিক পরীক্ষার ব্যবস্থা করতে হবে। না হলে শিক্ষির্থীরা পরীক্ষায় বসবে না।
বিজ্ঞাপন
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়। পরে জাতীয় ঈদগাহ মোড় হয়ে পল্টনে তোপখানা কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন নাগরিক ছাত্র ঐক্যের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক শাওন রহমান, সাংস্কৃতিক সম্পাদক রাসেল আহমেদ, ঢাকা মহানগরের আহবায়ক এম এ আলিফ প্রমুখ।
এইচএন/এইচকে