রাজধানীর ডেমরা, কামরাঙ্গীরচর ও হাতিরঝিল থানা এলাকায় পৃথক অভিযানে ৩১ হাজার ১৫০ পিস ইয়াবাসহ ৯ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১৭ জানুয়ারি) রাতে ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগ পুলিশ, কামরাঙ্গীরচর ও হাতিরঝিল থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে।

গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শামসুল আরেফীন জানান, গোয়েন্দা পুলিশ সংবাদ পায় যে কয়েকজন মাদক কারবারি প্রাইভেটকারে কক্সবাজার থেকে মাদকদ্রব্য নিয়ে ঢাকায় আসছে। রোববার রাত সাড়ে ৮টায় ডেমরা চৌরাস্তা এলাকা থেকে একটি প্রাইভেটকার আটক করে গোয়েন্দা টিম। পরে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন- ফারুক হোসেন (৩৩), ইউনুছ আলী (৩৪), তারেক (৩২), ইউসুফ মোল্লা (২৪), কালাম (৩০) ও আলী আজম (৪৪)। 

তিনি আরো বলেন, গ্রেপ্তাররা পেশাদার মাদক কারবারি। তারা কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করত। তাদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়ের করা হয়েছে।   

অন্যদিকে, ১৭ জানুয়ারি (রোববার) রাতে কামরাঙ্গীরচর থানার ব্যাটারীঘাট এলাকা থেকে ১১৫০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করে ডিএমপির কামরাঙ্গীরচর থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, লায়লাতুন নাহার সালমা ও তারানা বেগম।

কামরাঙ্গীরচর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটারীঘাট রূপনগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় সালমার হেফাজত থেকে এক হাজার ৩০ পিস ইয়াবা ও তারানার হেফাজত থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে উল্লেখ করে ওসি মোস্তাফিজ জানান, কামরাঙ্গীরচর থানায় দায়ের করা নতুন মাদক মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এরআগে, শনিবার (১৬ জানুয়ারি) রাতে হাতিরঝিলের দিলু রোড এলাকায় অভিযান চালিয়ে ইরফানুল হক ওরফে ইরফান (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপি গোয়েন্দা লালবাগ বিভাগ।

লালবাগ গোয়েন্দা পুলিশের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাতিরঝিল থানার দিলু রোড এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ তাকে গ্রেপ্তার করা হয়।

তার বহনকৃত মোটরসাইকেলের এয়ার ক্লিনার বক্স তল্লাশি করে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা এ কর্মকর্তা আরো বলেন, গ্রেপ্তার ইরফান কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে আসে। এ ঘটনায় তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদক আইনে মামলা দায়েরপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেইউ/ওএফ