দোয়া মাহফিলে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস

রাশিদা খাতুন সাদা মনের মানুষ ছিলেন উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, তিনি ভালো ও সরল মনের মানুষ ছিলেন।

সোমবার (১৮ জানুয়ারি) প্যানেল মেয়র মো. শহিদ উল্লাহর গেন্ডারিয়াস্থ বাসভবনে তার প্রয়াত সহধর্মিনী রাশিদা খাতুনের আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে ডিএসসিসি মেয়র এ মন্তব্য করেন।   

মেয়র তাপস বলেন, কদিন আগে উনার সঙ্গে আমার পরিচয়। মৃত্যুর আগের দিন সন্ধ্যার আগে আগে তার সঙ্গে আমার পরিচয় হলো। আর ভোরেই তিনি ইন্তেকাল করেন। ভোরে তার মৃত্যু সংবাদ শুনে হতভম্ব হয়ে গিয়েছিলাম। 

অল্প সময়ে তার মধ্যে সরলতা দেখেছেন জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, আমরা সেদিন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে প্রথমবারের মতো সাকরাইন উদযাপন করছিলাম। সেই আয়োজনের সূত্রে মিনু সাহেব (প্যানেল মেয়র) তার নিজের এলাকায় ব্যাপক আয়োজন করেছিলেন। আয়োজনে অংশ নিতে আমি এসেছিলাম। সেদিনই চাচীর সঙ্গে আমার পরিচয়। 

ডিএসসিসি মেয়র আক্ষেপ করে বলেন, এই অল্প সময়ের মধ্যে তিনি আমার কাছে একটি আবদার করেছিলেন- তার সন্তানের জন্য। আমি তাকে বলার সুযোগটাও পেলাম না যে, তিনি আমার কাছে যে আবদার করেছেন- আমি সেটা পালন করার চেষ্টা করছি।

এ সময় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস প্রয়াত রাশিদা খাতুনের আত্মার মাগফেরাত কামনা করেন করে বলেন, আল্লাহ রব্বুল আলামীন তাকে কবুল করবেন। তিনি যে আবদারটা করেছিলেন, আল্লাহ রব্বুল আলামীন সেটিও কবুল করবেন। 

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান, ঢাকা মহানগর দক্ষিণ ও গেন্ডারিয়া থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য যে, গত ১৪ জানুয়ারি রাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. শহিদ উল্লাহর সহধর্মিনী রাশিদা খাতুন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।

এএসএস/ওএফ