গণটিকার দ্বিতীয় ডোজ শুরু কাল, পরিকল্পনায় পরিবর্তন
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে গণটিকা কার্যক্রমের আওতায় প্রথম ডোজ গ্রহণকারীদের ২য় ডোজ দেওয়া শুরু হবে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর)। এ লক্ষ্যে টিকাদান পরিকল্পনায় আংশিক পরিবর্তন আনা হয়েছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে এক অনলাইন সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এ তথ্য জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ কাল থেকে শুরু হবে। সারাদেশে গণটিকা চলাকালে যে যেই কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, সেখানেই দ্বিতীয় ডোজ নেওয়া যাবে। তবে টিকাদানে সামান্য পরিবর্তন আনা হয়েছে।
এর আগে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে দ্বিতীয় ডোজের টিকাদান নিয়ে জরুরি সভার আয়োজন করা হয়। সভায় সব সিটি করপোরেশনে দুই দিনের টিকা একদিনে দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞাপন
অধ্যাপক ডা. খুরশীদ আলম বলেন, কেবলমাত্র ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৭ ও ৮ আগস্ট যারা ১ম ডোজ নিয়েছেন তারা একই কেন্দ্রে ৭ সেপ্টেম্বর দ্বিতীয় ডোজ নেবেন। একইভাবে ৯ ও ১০ আগস্টের প্রথম ডোজ গ্রহীতারা ৮ সেপ্টেম্বর এবং যারা ১১ ও ১২ আগস্ট নিয়েছেন তারা আগামী ৯ সেপ্টেম্বর একই কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা নেবেন। এছাড়া এই সময়ে যেসব ব্যক্তি বাদ পড়বেন কিংবা কোনোভাবে নিতে পারবেন না, তারা আগামী ১০ সেপ্টেম্বর টিকা নিতে পারবেন।
টিআই/জেডএস