পুলিশ সদর দফতরের মুখপাত্র হলেন মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ কামরুজ্জামান
পুলিশ সদর দফতরের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ কামরুজ্জামান। এর আগে তিনি মাল্টিমিডিয়া অ্যান্ড পাবলিসিটি বিভাগে ছিলেন।
সোমবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদের সই করা এক অফিস আদেশে তাকে নতুন এ দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
একই আদেশে মিডিয়া বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানাকে সদর দফতরের ইন্সপেকশন ২- এ বদলি করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকরের করার নির্দেশ দেওয়া হয়েছে।
এআর/আরএইচ
বিজ্ঞাপন