উত্তরার ক্লাবে জুয়ার আসর থেকে ৩০ জুয়াড়ি আটক
আটক হওয়া জুয়াড়িরা/ ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ‘বিন হাই রিফ্রেশমেন্ট ক্লাবে’ অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৩০ জুয়াড়িকে আটক করেছে র্যাব।
এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৮ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৪ এর একটি দল।
র্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, অবৈধভাবে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৭নং সেক্টর এলাকায় কিছু অসাধু লোকজন জুয়া খেলার আয়োজন করে এলাকার যুব সমাজকে নষ্ট করছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৮টার দিকে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঝটিকা অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
সেখান থেকে তাদেরকে আটক করা হয়। জুয়ার আসর থেকে ১৫ সেট প্লেয়িং কার্ড, ৩৮টি মোবাইল এবং জুয়ার নগদ ছয় লাখ ৭৭ হাজার ৮৪৮ টাকা জব্দ করা হয়।
আটকরা হলেন- আজাহারুল ইসলাম (৫২), জাহাঙ্গীর আলম (৪৬), আখতার হোসেন (৪০), মোরশেদ আলম (৪৫), মোয়াজ্জেম হোসেন (৪০), মো. মেহেদী (৫০), মো.আব্দুল সাদী (৫৮), মো. মিজানুর রহমান (৪৩), ইসকান্দার আলী (৪৪), রুহুল আমীন (৪৪), মোজাম্মেল হক (৩৮), মো. জাকারিয়া (৫২), জারিব হোসেন খান (৪৪), নাজিম উদ্দিন (৫৮), আনোয়ারুজ্জামান (৩৭), মো. ওমর শরীফ (৩৭), মো. জাহাঙ্গীর আলম (৫১), মো. ফাহিম হাওলাদার (৪২), লিয়াকত আলী (৫৩), শওকত-উল-ইসলাম (৬১), শহিদুল ইসলাম (৫১), রেজাউর রহমান (৫৪), জাকির হোসেন (৫০), ইমতিয়াজ আহমেদ চৌধুরী (৪৬), হেলাল শেখ (৩৮), মকবুল হোসেন (৫৫), ওমর ফারুক (৫৩), মো. রিপন (৪৮), আবুল হোসেন (৬৩) ও জহির উদ্দিন বাবু (৪৬)।
তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাব কর্মকর্তা জিয়াউর রহমান চৌধুরী।
জেইউ/এফআর