মেরী স্টোপস বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টর কিশওয়ার ইমদাদ
কিশওয়ার ইমদাদ
মেরী স্টোপস বাংলাদেশে নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে যোগদান করেছেন কিশওয়ার ইমদাদ। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
হাসপাতাল পরিচালনা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় ১২ বছরের অভিজ্ঞতাসহ বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থায় ২৫ বছরেরও বেশি সময় ধরে করপোরেট সেক্টরে অবদান রেখে আসছেন কিশওয়ার ইমদাদ। এর আগে তিনি সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান গ্রামীণ হেলথকেয়ার সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক এবং সামাজিক হেলথ সাইন্স ইন্সটিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেডে চীফ অপারেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
বিজ্ঞাপন
মেরী স্টোপস বাংলাদেশ, বিগত ৩০ বছর ধরে বাংলাদেশে মাতৃ স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে মাতৃমৃত্যু এবং শিশুমৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে। মেরী স্টোপস বাংলাদেশ যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যা চারটি মহাদেশের (এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং ল্যাটিন আমেরিকা) ৩৭টি দেশে সেবা প্রদান করে আসছে।
পিএসডি/এমএইচএস
বিজ্ঞাপন