বিত্তবানদের সহায়তা পেলে বাঁচতে পারে শিশু তান্নিমা
যে শিশুর দুরন্তপনায় বাবা-মায়ের মেতে থাকার কথা, তাকে নিয়ে ঘুরতে হচ্ছে হাসপাতালে হাসপাতালে। হাসিখুশির বদলে সব সময়ই থাকতে হচ্ছে চিন্তায়। ইচ্ছা থাকা সত্ত্বেও সামর্থ না থাকায় করাতে পারছেন না চিকিৎসা। তাই হাত পেতেছেন সমাজের বিত্তবানদের কাছে।
জুরাইন এলাকার গিয়াস উদ্দিনের ৩ বছর ৮ মাস বয়সী শিশুকন্যা তান্নিমা আক্তার। জন্মের পর ডান চোখে একটি টিউমার ধরা পড়ে। অবশেষে কিছুদিন আগে জাতীয় চক্ষু হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করে ১২টি ক্যামো থ্যারাপি দেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। এক একটি ক্যামো থ্যারাপির জন্য খরচ হয় ২৫ হাজার টাকা। ইতোমধ্যে গত তিন মাসে ৩টি থ্যারাপি দেওয়া হয়েছে। অর্থাভাবে বাকিগুলো এখনও দেওয়া সম্ভব হয়নি। ফলে টিউমারটি বড় হয়ে ডান চোখটি নষ্ট হয়ে গেছে। সম্প্রতি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান তার বাম চোখটিও নষ্ট হয়ে গেছে।
বিজ্ঞাপন
চিকিৎসকরা জানিয়েছেন, ডান ও বাঁ চোখ ফেলে দিয়ে বাঁ পাশে নতুন চোখ প্রতিস্থাপন করা সম্ভব। আর এর জন্য প্রয়োজন ৭-৮ লাখ টাকা। কিন্তু বিপুল পরিমাণ টাকা হতভাগা পিতার ব্যয় করার সাধ্য নেই। আর তাই হাত বাড়িয়েছেন সমাজের বিত্তবানদের কাছে।
সাহায্য পাঠাতে :
বিজ্ঞাপন
গিয়াস উদ্দিন : ০১৯৬৩১৫৭৮৮২ (বিকাশ)
অথবা সরাসরি যোগাযোগ : ৭০/১ রজব আলী সর্দার রোড, জুরাইন কদমতলী থানা, ঢাকা-১২০৪।
এমএইচএন/এসকেডি