ফাইল ছবি

চীনের মধ্যস্থতায় রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর লক্ষ্যে ত্রিপক্ষীয় বৈঠকে বসেছে বাংলাদেশ ও মিয়ানমার।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টার কিছুটা পর তিন দেশের সচিব পর্যায়ের এ বৈঠকটি শুরু হয়। করোনাভাইরাসের কারণে অনলাইনে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তিন দেশের সচিব পর্যায়ের বৈঠকটির দেবে বাংলাদেশ। এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ একটি প্রতিনিধি দল উপস্থিত থাকবেন। অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার লু ঝা উই ও মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব আই উ চান নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন।

বৈঠকটি ঘণ্টা বা তারও বেশি সময় নিয়ে চলতে পারে বলে জানা গেছে।

বৈঠকে বাংলাদেশ একটি গ্রাম বা অঞ্চলের রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রস্তাব দেবে। আর সেটা যত দ্রুত সম্ভব শুরু করার বিষয়েও তাগিদ দেওয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের এলোমেলোভাবে চিহ্নিত না করে একটি গ্রাম বা অঞ্চলভিত্তিক রোহিঙ্গাদের তাদের নিজ ভূমে ফেরত পাঠানোর মাধ্যমে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর প্রস্তাব দেবে ঢাকা। শুধু তাই নয়, আগামী বর্ষার আগে যে করেই হোক প্রত্যাবাসন শুরুর বিষয়ে জোর দেওয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বিক্ষিপ্ত তালিকা ধরে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর চেয়ে একটি গ্রাম বা অঞ্চলের যে পরিমাণ লোকসংখ্যা আছে তাদের পুরোপুরি ফেরত পাঠানো বাস্তবসম্মত হবে। এতে রোহিঙ্গারাও উৎসাহিত হয়ে ফিরে যাবেন। সেই লক্ষ্যে এগোতে চায় সরকার। তাই বৈঠকেও এই বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরবে ঢাকা।

এর আগে, ২০১৯ সালে চীনের উদ্যোগে প্রথম ত্রিপক্ষীয় বৈঠকে বসেছিল বাংলাদেশ ও মিয়ানমার। সে বৈঠকের পর নেইপিদোর পক্ষ থেকে রোহিঙ্গাদের নিয়ে যাওয়ার কথা বলা হলেও একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি তারা। পরে ২২ অক্টোবর চীনের পক্ষ থেকে ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়ে দ্বিতীয়বারের মতো বার্তা আসে। সেদিন সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে টেলিফোন আলাপ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসের মধ্যে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেয়। আগে থেকে বাংলাদেশে ছিল আরও চার লাখ রোহিঙ্গা।

আন্তর্জাতিক চাপের মধ্যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ২০১৭ সালের শেষ দিকে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও সেই প্রত্যাবাসন আজও শুরু হয়নি।

এনআই/এমএইচএস