সড়ক দুর্ঘটনায় ইসির ডাটা এন্ট্রি অপারেটরের মৃত্যু
সড়ক দুর্ঘটনায় মো. আজমত আলী (৩৪) নামে নির্বাচন কমিশনের (ইসি) এক ডাটা এন্ট্রি অপারেটর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার দুপুরে তিনি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন। তার সঙ্গে মোটরসাইকেলে থাকা দৈনিক হাজিরাভিত্তিক আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত ডাটা এন্ট্রি অপারেটর উজ্জ্বল গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
বিজ্ঞাপন
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন, রাজধানীর উত্তরা থানা নির্বাচন অফিসার মো. নজরুল ইসলাম। তিনি বলেন, উত্তরা থানা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর মো. আজমত আলী আজ দুপুরে মারা গেছেন।
আজমতের এক সহকর্মী আশরাফুল রুহুল জানান, গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নাগরী বাজার সংলগ্ন এলাকায় তার মোটরসাইকেলকে একটি পিক-আপ ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজমত আলী সিরাজগঞ্জের উল্লাহপাড়ার আক্কেল আলীর ছেলে।
বিজ্ঞাপন
এসআর/আরএইচ