বিএসসিএল’র প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ প্রক্রিয়ার বিষয়ে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) সঙ্গে পরামর্শক প্রতিষ্ঠান ‘প্রাইস ওয়াটার হাউজ কুপার্স’-এর চুক্তি স্বাক্ষর হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলামোটরে বিএসসিএলের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

বিএসসিএলের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক শাহরীয়ার আহমেদ চৌধুরী ও প্রাইস ওয়াটার হাউজ কুপার্স অ্যাডভাইজরির পক্ষে পিডব্লিউসি স্পেস প্রাকটিস লিডার ড. লুইগি স্ক্যারিয়া।

৯০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য এই পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেয় বিএসসিএল। এজন্য প্রতিষ্ঠানটির ব্যয় হচ্ছে ১ লাখ ৮৫ হাজার ডলার।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অনলাইনে অংশ নেন ডাক ও টেলিযােগাযোগ মন্ত্রী মােস্তাফা জব্বার। এছাড়া উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার, ডাক ও টেলিযােগাযোগ বিভাগের সচিব মাে. আফজাল হােসেন, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। এছাড়া ফ্রান্সের পরামর্শক প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার হাউজ কুপার্সের প্রতিনিধিরা অনলাইনে যুক্ত ছিলেন।

এইচএন/এইচকে/ওএফ