আগুনের প্রতীকী ছবি

রাজধানীর গুলশানে উত্তর সিটি করপোরেশন ভবনে আগুনের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই ডিএনসিসির একজন কর্মচারী ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিভিয়ে ফেলেছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ডিএনসিসির নগর ভবনের লেভেল ১০-এ হঠাৎ করে একটি বাল্ব বিস্ফোরণ হয়ে এ আগুন ধরে। 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকাল ৪টা ০৫ মিনিটে আগুন লাগে। আগুন লাগার খবর শুনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা দিয়েছিল। কিন্তু আগুন লাগার সামান্য সময়ের মধ্যেই তা নিভিয়ে ফেলা গেছে। 

এমএসি/এইচকে