চসিক নির্বাচনে ২০ ম্যাজিস্ট্রেট
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে নির্বাচনের আগে ও পরে মোট পাঁচ দিনের জন্য ২০ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) ইসি’র আইন শাখার উপসচিব আফরোজা শিউলীর সই করা এক অফিস আদেশে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা-২০১০’র বিধি ৮৬-তে দেওয়া ক্ষমতাবলে নির্বাচন কমিশন, আইন ও বিচার বিভাগ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সুপ্রীম কোর্টের পরামর্শক্রমে এ আদেশ জারি করা হয়েছে। আদেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর পদে নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ২০ জন কর্মকর্তাকে পাঁচ দিনের জন্য প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
২০ ম্যাজিস্ট্রেটের তালিকা-
চসিক নির্বাচনে ১ ও ২ নম্বর ওয়ার্ডে হোসেন মোহাম্মদ রেজা, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে সরোয়ার জাহান, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে বেগম আঞ্জুমান আরা, ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে কৌশিক আহম্মদ খন্দকার, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে শরাফ উদ্দিন আহমেদ, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডে আবদুল্লাহ খাঁন, ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডে রায়হান চৌধুরী, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে জুয়েল দেব, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডে এ এস এম এমরান, ২১ ও ২২ নম্বর ওয়ার্ডে মো. সামিউল আলম, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ হাসান, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে মো. সোয়েব উদ্দীন, ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ সাঈদীন নাহী, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী, ৩১ ও ৩২ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ শামছুর রহমান, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডে প্রবাল চক্রবর্তী, ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডে সবুজ পাল, ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডে মো. কামাল হোসাইন এবং ৩৯, ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে কার্তিক চন্দ্র ঘোষ দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞাপন
এ বছরের ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের কথা ছিল। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে নির্ধারিত তারিখের এক সপ্তাহ আগে ভোট স্থগিত করা হয়। নির্ধারিত সময়ে ভোট করতে না পারায় আগস্টের শুরুতে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রশাসক নিয়োগ দেয় সরকার। এখন ৫ ফেব্রুয়ারির মধ্যে এই নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।
এ প্রেক্ষিতেই আগামী ২৭ জানুয়ারি ভোটগ্রহণ করতে যাচ্ছে ইসি। এ নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা, বাছাই, প্রত্যাহারের সব প্রক্রিয়া শেষে প্রার্থী চূড়ান্ত হয়ে গিয়েছিল। সেই প্রার্থীরাই এই নির্বাচনে অংশ নেবেন।
স্থগিত থাকা চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে সাত জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরের ৫৫ পদে ২৬৯ প্রার্থী রয়েছেন।
প্রার্থীর মৃত্যুজনিত কারণে চট্টগ্রাম সিটির ৩০, ৩৭ ও ৪০ নম্বর সাধারণ ওয়ার্ড এবং ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের জন্য নতুন করে তফসিল দেওয়া হয়। এই চার ওয়ার্ডের আগ্রহী নতুন প্রার্থীরা ৩০ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেন।
এর আগে ২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হয়। ওই নির্বাচিত করপোরেশনের মেয়াদ শেষ হয় গত ৫ আগস্ট। নির্বাচনী আইন অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা ছিল। সে হিসাবে ইসির সিদ্ধান্ত অনুসারে গত ২৯ মার্চ এই সিটির ভোটগ্রহণ হওয়ার কথা ছিল।
এসআর/এইচকে